Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দনিয়া ইউনিয়নের ইতিহাস

দনিয়া ইউনিয়নের ইতিহাস 

 

 ১৯২০ইং সন হইতে শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্রথম কার্য শুরম্ন হয়।১৯৮৮ইং সনে শ্যামপুর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। দনিয়া ইউনিয়ন পরিষদ সাবেক শ্যামপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড হিসেবে বিদ্যমান ছিলো। শ্যামপুর ইউনিয়ন পরিষদ ভাঙ্গিয়া ১৯৯৩ইং সনে দনিয়া ইউনিয়ন পরিষদের আলাদা গেজেট হয়। আইনগত জটিলতা থাকার কারনে বিগত প্রায় ২৪ বছর যাবত দনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত থাকে। তৎপর দনিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ জুম্মন মিয়া দনিয়া ইউনিয়নকে ০৯টি ওয়ার্ডে চৌহুদী সহকারে বিভক্ত করার ব্যাপারে এবং হালনাগাত ভোটার করার ব্যাপারে সর্বাত্বক সহযোগিতা করেন। গত ২৭-০৬-২০১১ইং তারিখে দনিয়া ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। দনিয়া ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে জনাব মোঃ জুম্মন মিয়াকে আপাময় জনগন বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করেন। দনিয়া মৌজা নিয়া দনিয়া ইউনিয়ন পরিষদ গঠিত। দনিয়া ইউনিয়ন পরিষদ ০৯টি ওয়ার্ডে বিভক্ত এবং ০৯টি ওয়ার্ডে ০৯ জন সাধারণ আসন সদস্য এবং ০৩ জন সংরক্ষিত মহিলা আসন সদস্য নিয়া গঠিত।

 

দনিয়া ইউনিয়ন পরিষদের চৌহুদী বা সীমানা: উত্তরে- ঢাকা-ডেমরা রোড  ও মাতুয়াইল ইউপি অংশ। দনিয়া- শ্যামপুর ইউপি অংশ, সাবেক ৮৯ নং ওয়াড,র্ ৮৮নং ওয়ার্ড ও ৮৭ নং ওয়ার্ড।

পূর্বে- মাতুয়াইল ইউপি অংশ ও কুতুবপুর ইউপি অংশ ।

পশ্চিমে- সাবেক-৮৭, ৮৮ও ৮৯, ওয়ার্ডের অংশ 

আয়তন:-২(দুই) বর্গকিলোমিটার (প্রায়)।

স্থাপন কালঃ ২০১১ইং

থানা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ যাত্রাবাড়ী থানা হইতে দনিয়া ইউনিয়ন পরিষদের যাতায়াতে-১০ মিনিট এবং কদমতলী থানা হইতে ২০ মিনিট সময় লাগে

লোক সংখ্যাঃ ২,৬১,০৭৪ জন (২০১১সনের আদমশুমারী অনুযায়ী)

পুরম্নষঃ ১,৪০,৩১৫ জন

মহিলাঃ ১,২০,৭৫৯  জন

মোট ভোটার সংখ্যা-১,১৯,১৯৮জন (২০১২ সনের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী)

পুরুষ ভোটার- ৬১,৬৩৭ জন 

মহিলা ভোটার-  ৫৭,৫৬১ জন

মূল কেন্দ্র সংখ্যা-২৭টি

মোট কেন্দ্র সংখ্যা-৫৯টি

মোট বুথ সংখ্যা-৩৩৯টি

পুরুষ  বুথ সংখ্যা-১৬২টি 

মহিলা বুথ সংখ্যা-১৭৭টি

দনিয়া ইউনিয়নের সর্বমোট খানার সংখ্যা-৪৬০০টি(প্রায়)

দনিয়া ইউনিয়ন ঢাকা-৫, ১৭৮আসনের অমত্মর্ভূক্ত।