প্রতি মাসের শেষ খোলার তারিখ দনিয়া ইউনিয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার চেয়ারম্সযান সাহেবের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে থাকে।ইউনিয়ন পরিষদ ও সরকারি অফিস/সংস্থা/জনগন সমন্বয় কমিটির সভা প্রতি মাসের শেষ খোলার তারিখ চেয়ারম্যানের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে থাকে।
তারিখ/বার | সময় | বিবরণ | মন্তব্য |
৩১-০৭-২০১৩ বুধবার | সকাল ১১.ঘটিকায়
| ১। বিগত সভার কার্য বিবরনী পাঠ ও তাহা অনুমোদন ২। পবিত্র রমজান/২০১৩ইং উপলক্ষ্য বন্যাক্রান্ত/ অন্যান্য দুর্যোগ আক্রান্ত দুঃস্থ /অতিদরিদ্র ব্যক্তি পরিবারকে সহায়তা প্রদানের জন্য ৯০১৬, (নয় হাজার ষোল) জন ভিজিএফ কার্ডধারীদের নামের তালিকা প্রস্তুত প্রসঙ্গে। ২। দনিয়া ইউপি নিজস্ব তহবিল হইতে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করার ব্যাপারে আলোচনা ও অনুমোদন প্রসঙ্গে। | |
|
|
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS